সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীণ দুই রোগীর নমুনা পরীক্ষার পর তা পজিটিভ এসেছে।
রোববার জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
পরীক্ষা রিপোর্ট সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে একজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তার বয়স ৬০ বছর। অপরজন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। দুজনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।
১১ এপ্রিল শনিবার এই দুই রোগীরই নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ১২ এপ্রিল টেস্ট রিপোর্ট দেয়া হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়লোজি ডিপার্টমেন্টের এ্যাসিসটেন্ট প্রফেসর ডা: একেএম আকবর আলী স্বাক্ষরিত পৃথক টেস্ট রিপোর্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।