রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
বরিশালে করোনা উপসর্গ সন্দেহে মৃত্যুবরণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়িসহ আশপাশের মোট ২৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।
এর মধ্যে করোনা সন্দেহে আক্রান্ত ও মৃত্যু ব্যক্তির নমুনা পরীক্ষা করা পর তাদের মধ্য করোনার সংক্রামক না পাওয়ায় ১২ টি বাড়ি লকডাউন তুলে নিছে স্ব স্ব উপজেলা প্রশাসন।
বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় বাকেরগঞ্জ উপজেলায় চার বাড়ি , সদর উপজেলায় দুই বাড়ি , উজিরপুর উপজেলায় পাঁচ বাড়ী ও মেহেন্দীগঞ্জ উপজেলায় একটি সহ মোট ১২ টি বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে আগৈলঝাড়া উপজেলায় যুবকের মৃত্যুর পর তাঁর আশেপাশের ১৬ টি বাড়ি ও মেহেন্দীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে একজনের নমুনার রিপোর্ট না হওয়ায় একটি বাড়ি সহ মোট ১৭ টি বাড়ি লকডাউনের আওতায় রয়েছে৷
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির এবং করোনা সন্দেহে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা জন্য পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে । একই সাথে মৃত্যু ব্যক্তি ও করোনায় আক্রান্ত সন্দেহে রোগীর বাড়ি সহ আশেপাশের বাড়ি লকডাউন ঘোষণা করছে উপজেলা প্রশাসন।
এছাড়াও ইতোমধ্যে যাদের পাঠানো নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়ির লকডাউন তুলে নেয়া হয়ছে ।
করোনার বিস্তার রোধে বরিশাল জেলা প্রশাসন সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা কঠোর হস্তে বাস্তবায়ন করছে বলেও জানান এই জেলা প্রশাসক।