শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
বরিশাল জেলার বাকেরগঞ্জে ৪টি বাড়ি লক ডাউন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর এলাকায় ৪টি বাড়ি লক ডাউন করা হয়েছে। এই এলাকার আমেনা বেগম (৪৭) নামের এক ব্যক্তি শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যথা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
এরই প্রেক্ষিতে ৪টি বাড়ি লকডাউন তরার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস।