শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুঁচ জেলায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু মানুষ।
শনিবার (০৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানায়, বাসটি লোরান থেকে পুঞ্চে যাচ্ছিল। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৭৫ কিলোমিটার দূরে পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এতো সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।