রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
করোনা ভাইরাস মহামারির কারনে বরিশাল নগরীর রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় অভুক্ত রয়েছে হাজার হাজার কুকুর। আর সেই বিষয়টি মাথায় রেখে শতাধিক কুকুরকে খিচুরি ও মাংস খাওয়ানো হয়েছে।
শুক্রবার (৩রা এপ্রিল) বিকাল ৫টায় নগরীর বিএম কলেজ ও নতুন বাজার এলাকার কয়েকজন যুবকের উদ্যেগে হাসপাতাল রোড, নতুন বাজার, বিএম কলেজ, কাউনিয়া, সোবাহান মিয়ার পুল, মধু মিয়ার পুল ও নথুল্লাবাদ এলাকায় ঘুরে ঘুরে কুকুরদের খাবার দেয়া হয়।
কুকুরগুলোকে খাবার খাওয়ানোর সার্বিক সহযোগিতা করেন নতুন বাজার এলাকার ব্যবসায়ী স্বপন দে, বিএম কলেজ এলাকার সুমন হাওলাদার, সুমন খান সহ বেশ কয়েকজন যুবক।
ব্যাতিক্রম এই উদ্দ্যোগের কথা জানতে চাইলে স্বপন দে জানান, এমন পরিস্থিতিতে অসহায় মানুষই ঠিকমত খাবার পাচ্ছে না। তাদের জন্য সরকার কাজ করছে, কিন্তু পশু পাখিগুলোতো অভুক্ত রয়েছে। বিশেষ করে কুকুরগুলোর অবস্থা বেশি খারাপ। তাই আমরা এই উদ্যেগ গ্রহন করেছি এবং কার্যক্রম অব্যাহত থাকবে।