রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
সারা দেশে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমন বেরেই যাচ্ছে। এর প্রর্দুভাবের কমতি নেই বরিশালে নগরীতেও। তাই করোনা ভাইরাসের এই ভয়াবহতায় মানুষ কর্মহীন হয়ে পরেছে। এমন সময়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসে দাড়িয়েছে ছিন্নমূল ও পথশিশুদের পাশে।
আর সাংবাদিকদের এহেন কার্যক্রমে অংশ গ্রহন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। তিনি বৃহস্পতিবার রাতে নবম দিনের এই কর্মসূচীতে লঞ্চঘাটে থাকা ছিন্নমূল ও পথ শিশুদের নিজ হাতে খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক সংগঠন অংশগ্রহন করেন খাবার বিতরণ কর্মসূচিতে।