রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিপাকে পরা ১৫০ দু:স্থ মানুষকে খাবার দেয়ার উদ্যেগ গ্রহণ করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
বুধবার দুপুরে নদী বন্দর এলাকায় এই কার্যক্রমের শুরু করা হয়।
আজমল হুদা মিঠু সরকার জানান, করোনা ভাইরাসের কারণে অনেকেই কর্মহীণ হয়ে পড়েছেন। আর তাদের জন্যই আমাদের এই আয়োজন। বুধবার আমরা ভাত ও ডিম তরকারি পরিবেশন করেছি ১৫০ দু:স্থ মানুষের মধ্যে। যতদিন পর্যন্ত এমন পরিস্থিতি ঠিক হবে না ততদিন দুপুরে এই খাবার পরিবেশন করা হবে।
তিনি জানান, এর আগে মঙ্গলবার বিকালে ২শ মানুষের মাঝে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।