রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বরিশালে করোনা ভাইরাস পরীক্ষার পলিমারী চেইন রিএ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এটি স্থাপনের জন্য প্রকৌশলীরা বরিশালের পৌছেছেন।
বুধবার সকাল ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট কক্ষটি পরিদর্শন করেন ঢাকা থেকে আসা প্রকৌশলীরা।
এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অসীত ভুষন দাস সহ পিসিআর মেশিন স্থাপন সংক্রান্ত গঠিত কমিটির সদস্য ডাঃ জহুিরুল হক মানিক সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ অসীত ভূষণ দাস এসময় জানান, গত ৩০ মার্চ বরিশালে পিসিআর মেশিনটি এসেছে। এটি দ্রুত সময়ে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে এখন রুম তৈরী করা হচ্ছে। সেই রুমটি আজ পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা প্রকৌশলীরা।