রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
বরিশালের রূপাতলীতে অলিম্পিক সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কারখানার তিন নং মিলের কন্ট্রোল ইউনিটে আগুনের সুত্রপাত হয়।
আগুনে ঐ ইউনিটের সাতটি ডিজিটাল প্যানেল সম্পূর্ণ পুড়ে যায়।ফায়ার সার্ভিসের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় সাড়ে ছয়কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে কর্তৃপক্ষ।
অলিম্পিক সিমেন্ট কোম্পানির পক্ষ হতে এমর্মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে অলিম্পিক সিমেন্ট লিঃ-এর ব্যবস্থাপক(প্রশাসন) মোঃ জাহিদুল ইসলাম তালুকদার।