রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
‘করোনা ঝুঁকিতে বরিশাল, চাই যথাযথ উদ্যাগ’ প্রতিপাদ্যে ৪ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল শাখা।
মঙ্গলবার (৩১মার্চ) বেলা ১২টায় বাসদের বরিশাল জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. মনিষা চক্রবর্তী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা রোগের পরীক্ষার জন্য ল্যাব চালু করে রোগ নির্ণয়ে দ্রুত ব্যবস্থা, চলমান সংকটে সব শ্রমজীবী ও দুস্থ মানুষের জন্য পর্যাপ্ত রেশনিং নিশ্চিত, শেবাচিম হাসপাতালে কর্মরত সব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ ও হাসপাতালের সব নষ্ট আইসিইউ সচল করে শয্যা বাড়িয়ে দক্ষ জনবল নিয়োগ এবং যে কোনো জমায়েত রোধে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি করেন।