শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
বরিশালে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, সামাজিক দূরত্ব রেখা অঙ্কন এবং করোনা ভাইরাস প্রতিরোধী কর্মসূচি চালিয়েছেন র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় যারা দুঃস্থ এবং অসহায় ব্যক্তিবর্গ আছেন, যাদের আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে গেছে তাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল র্যাব-৮ কর্তৃক শহরের বিভিন্ন স্থানে (ফার্মেসি, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার) দোকান সমূহের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে সামাজিক দূরত্ব রেখা বা বৃত্ত অঙ্কন করা হয়।
এছাড়াও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়।
এসময় র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিক্যাল অফিসার মেজর মো. খালেদ মাহমুদ, আইন কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।