ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল পরিবারের পক্ষ থেকে করোনার কারনে সাধারন জনগনের মধ্যে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
রবিবা (২৯ মার্চ) নগরীর বটতলা,মুনসুর কোয়ার্টার,রুপাতলী হাউজিং, এবং জংঙ্গল পট্টি গৌরনদী বন্দর দিনমজুর মানুষের মধ্যে চাল,ডাল,তৈল,আলু,পেয়াজ,রসুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রায় শতাধিক মানুষের মাঝে বিতরন করা হয়।
কর্মসূচি পরিচালনা করেন YRC বরিশালের এডমিন শফিকুল ইসলাম রিমন। এ ছাড়া সার্বিকভাবে ব্যাবস্হাপনায় ছিলেন অরুন কান্তি রিজোনাল সেলস অফিসার এসিআই মটরস ,আব্দুস সালাম রাতুল অটো, ফজলে রাব্বি ও YRC বরিশাল সকল রাইডার বৃন্দ।
এ ব্যাপারে গ্রুপের এডমিন শফিকুল ইসলাম রিমন জানান, সোসাইটির আমরা সব সময় বাইক রাইডার দের নিরাপত্তা ও সকল মানুষের কল্যানে মূলক কাজ করে যেতে চাই “ইনশাআল্লাহ”এবং আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন।