বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
বরিশালে সুন্নতে খাৎনার অনুষ্ঠান আয়োজন পন্ড করে দিয়েছে প্রশাসন।
শুক্রবার দুপুরে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মোঃ জামাল হাওলাদারের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাঁচশতাধিক অতিথিদের জন্য করা হয় রান্না। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দুজন বিদেশ ফেরত অতিথিও। অথচ করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পাশেই চরআইচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।