শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
ভাইরাসের জীবাণু থাকতে পারে’ এমন আশঙ্কায় আরো দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত দুই দিনে বরিশাল বিভাগের মোট ১৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন রোববার (০৮ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এমন ঘোষণা দেয়।
এর পরে থেকে বরিশালের ৩ জেলার ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।
তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
জেলা ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস বলেন, বিভাগের ৩ জেলায় ১৭জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলাগুলো হচ্ছে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।
নতুন দুই জনের একজন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ও অপর জন পটুয়াখালী উপজেলার দুমকী উপজেলায়। তারা দুই জনই সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন।