মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজধানীর মহাখালীতে একটি পেট্রোলপাম্পে আগুন লেগে একজন আহত হয়েছেন। আহতকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টা ৩৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরহাদ উজ-জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস বিষ্ফোরন থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আহত ব্যক্তি বাহাদুরের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ঐ পেট্রোলপাম্পে এর আগেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।