শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
কিডনী, সর্বত্র সবার জন্য রোগ নির্ণয় ও প্রতিরোধ’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে।
নগরীর বগুড়া রোডস্থ সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও বরিশাল অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালন করা হয়।
অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের অপরেশন ইনচার্জ মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কিডনি দিবসের আলোচনা সভায় কিডনি সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত্য তুলে ধরে বক্তব্য রাখেন ডাঃ নুসরাত শারমিন।
এসময় অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানটির সহকারী জেনারেল ম্যানেজার মো. সোহাগ, মোস্তাকিম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পূর্বে অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে এক র্যালি বের করা হয়।
র্যালিটি বগুড়া রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানের সামনে গিয়ে শেষ হয়।