শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
বরিশাল নগরীতে বালুবাহী ট্রলি চাপায় গুরুতর আহত হয়েছে এক শিশু শিক্ষার্থী। আজ শনিবার সকালে বেলতলা বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহত শিশু শিক্ষার্থী তসলিম (১০) নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র। সে পলাশপুর ব্রিজ এলাকার বাসিন্দা তানভীর আহমেদ সুমনের ছেলে। তসলিমকে শংকাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রলি এবং হেলপারকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
আহত শিশুর স্বজনরা জানান, আজ সকাল ১১ টার দিকে তছলিম ও তার দুই সহপাঠী স্কুলে যাওয়ার পথে বেলতলা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির বালুবাহী ট্রলিটি তসলিমকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে ট্রলি এবং তার সহকারীকে আটক করেন স্থানীয়রা। অপরদিকে গুরুতর আহত অবস্থায় তসলিমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা শংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। দুর্ঘটনায় তসলিমের মাথা এবং বুকের একাংশ মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে তসলিম। এদিকে খবর পেয়ে ট্রলি ও এর হেলপারকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটেছে চালকের বেপরোয়া গতির কারণেই।
তাদের অভিযোগ, অবৈধ এসব তিন চাকার যান নগরময় বিশেষ করে নগরীর উত্তরাংশ দাপিয়ে বেড়ালেও প্রশাসনিক কোন নজরদারি না থাকায় তারা ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে। আজকের এই দু:খজনক ঘটনাটি তারই প্রতিফলন। দিনের বেলায় বালু পরিবহন এবং এসব অবৈধ যান বন্ধে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রলি এবং এর চালকের সহকারীকে আটক করে থানায় আনা হয়েছে। দোষী চালককেও আটকের চেষ্টা চলছে। আহত শিশুর পরিবার চাইলে এ ঘটনায় মামলা নিবেন বলে জানান এই কর্মকর্তা।