শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভুমিকা সম্পর্কে মিডিয়া সংলাপ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আমিরকুটির রোড়স্থ বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাষ ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগীতা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ্যাড, এস এম ইকবালের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল এপিসি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার স্বপন মন্ডল, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি পূর্ণিমা মন্ডল।
বক্তারা বলেন, পূর্বের চেয়ে বর্তমান আইন-শৃংখলা বাহিনীর কাজ কর্মের অনেক মানসিকতার পরিবর্তন ঘটেছে। এখন প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেয়ার জন্য আলাদা ডেক্স খোলা হয়েছে সেখানে এসে সব ধরনের অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকার শিশু নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য গুরুত্ব সহকারে দেখভাল করছেন। পাশাপাশি এসব ক্ষেত্রে প্রতিটি পরিবার থেকে অভিভাবকদের সচেতনতার মাধ্যমে ভূমিকা পালন করার জন্য আহবান জানান।
ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম সংলাপে অংশ গ্রহনকারীদেরকে অবহিত করেন তারা বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার জন্য তাদের কার্যক্রম চলছে। একই সঙ্গে তিনি মিডিয়ার কর্মীদের কাছে শিশু নির্যাতনের ঘটনার তথ্য প্রকাশ করে তাদের সহযোগীতা করার আহবান জানান।
মিডিয়া সংলাপ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্রাইম মতিউর রহমান সহ জাতীয় ও স্থানীয় এবং ইলেক্টনিক্স মিডিয়ার ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।