শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার দাবীতে বরিশালে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এক পর্যায়ে মানববন্ধনকারীরা ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কের পাশে দাড়িয়ে পুনরায় মানববন্ধন করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতে নাগরিকত্ব আইনের নামে যা হচ্ছে তা অতিরঞ্জিত। সেখানে দাঙ্গা-হাঙ্গামা বন্ধের ব্যবস্থা করার জন্য মানববন্ধন থেকে দাবী জানানো হয়। একই সাথ ভারতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনজাত, রাজু গাজী, আব্দুর রহমান মিজান প্রমুখ।