বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
বরিশাল প্রতিরিধি:বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণ্রীর অরিয়েনন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল সোয়া ১১টায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় সামনেথেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার ক্যাম্পাসেই শেষ হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়েনর জন্য সম্ভব সব কিছু করবে মঞ্জুরী কমিশন।
এদিকে অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কে গবেষনার জন্য উপযোগী করে গড়েতোলার চেষ্টা করা হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়েযর শিক্ষার্থীরা সুন্দর একটি বিশ্ববিদ্যালয় হবে বলে প্রত্যাশা করছেন।