মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গদাবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মতিনের ভাই আওলাদ হোসেন বলেন, কদমতলী মেরাজনগর মোঃবাগ এলাকায় স্থানীয় বাড়ি আমাদের। সেখানে আমাদের ডেকোরেটরের ব্যবসা আছে। বিকেলে ব্যবসার কাজে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ এলাকায় গিয়েছিল মতিন। পরে জানতে পারি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেছে সে।
এরপর সেখান থেকে পথচারীরা স্থানীয় সাজেদা হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মতিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।