শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই। আমাদের দেশে এই ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃস্টি করছে একটি পক্ষ। ওই পক্ষটির রটানো গুজবে কান না দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আতঙ্ক সৃস্টি না করে জনসচেতনতাই আমাদের লক্ষ্য থাকা উচিৎ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১ নং লেকচার গ্যালারিতে করোনাভাইরাস রোগ-২০১৯ (কবিড-১৯) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় বক্তারা আরো বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রতিরোধক টিকা আবিস্কার করা হয় নি। তাই এ রোগ থেকে দুরে থাকতে মানুষকে সর্তক থাকতে হবে। চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আশার কথা হলো বর্তমান সরকার ও স্বাস্থ্য বিভাগের জরুরী ও বিশেষ পদক্ষেপে এই করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী আমাদের দেশে আসেনি। তাই বলে আমাদের বসে থাকলে চলবে না। সকল চিকিৎসক ও জনগনকে এ বিষয়ে সর্তক থাকতে হবে।
শের-ই বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অসিৎ ভূষণ দাস’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম সারওয়ার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাহাঙ্গির হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ ইমুরুল কায়েস, ডাঃ মাসুম আহম্মেদ ও ডাঃ এফ আর খান।
উপস্থিত ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।