বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, ভরতকাঠি জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দু’জন ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, এদিন এসএসসির (ভোকেশনাল) গণিত ও দাখিলে আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলের দায়ে তিনটি কেন্দ্রের মোট পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।