বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নর্বিাচনে কলাপাড়ায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালচ্ছে বলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলী ও সংসদ নির্বাচন পরিচালনা পর্ষদ কমিটি। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলিানায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাসীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।
লিখিত বক্তবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানান, বিএনপির দুইজন প্রার্থী থাকায় তাদের দলের অভ্যন্তরীন কোন্দল রয়েছে। নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে তারা নেতাকর্মীদের নিয়ে জনসভা ও শোডাউন পরিচালনা করছে। যাদের মধ্যে অনেক চিহ্নিত সসস্ত্র সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার দাগী আসামীরাও রয়েছে, যারা নিজেরা মারামারিসহ বিচ্ছিন্ন ঘটনায় লিপ্ত রয়েছে। আর এসব দায়ভার নৌকার মনোনীত প্রার্থীর কাধে চাপানোর চেষ্টা চালাচ্ছে।
##