শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
বরিশালে একটি কেন্দ্রে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে এসএসসির নৈব্যত্তিক পরীক্ষা গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। অর্ধশতাধিক শিক্ষার্থী এভাবে পরীক্ষা দেয়ায় ফলাফলে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। সমস্যার সমাধান দাবী করেছেন অভিভাবকরা।
এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবেনা বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারমান প্রফেসর মো: ইউনুস।
নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে এ ঘটনা।
নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুটি কক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের নৈব্যত্তিক পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা কালে বিষয়টি নজরে আসে। বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন। মূলত ২০২০ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা প্রশ্ন হওয়ার কথা। পরীক্ষা শেষে বিষয়টি নজরে অাসায় কান্নায় ভেঙে পরে তারা।
অভিভাবকরা জানান, এ অবস্থায় পরীক্ষার মূল্যায়ন হলে যেসব শিক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছে তারা ক্ষতিগ্রস্থ হবে।
এদিকে জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ মো: শাহ আলম জানান, এ ঘটনার সমাধান না হলে তার স্কুলের ভালো শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয় হবে। এছাড়া উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সমস্যা তৈরী হবে।
এদিকে এ ঘটনায় আরো সচেতন হওয়া উচিৎ ছিলো বলে মনে করেন কেন্দ্র সচিব এসএম ফখরুজ্জামান।
খবর পেয়ে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করেন, শিক্ষার্থীরা তখন বিষয়টি জানিয়ে সমাধানের আশ্বাস দিলে কেউ ক্ষতিগ্রস্থ হবে না এবং এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান।