শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আদলে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজেও আয়োজন করা হয়েছিলো সরস্বতী পূজা।
৩০ জানুয়ারী এক যোগে কলেজের মূল ভবনের সামনের মাঠে এই পূজা অনুষ্ঠিত হয়।
বিদ্যার দেবীর আরধনায় যোগ দেয় কলেজের ২২ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পৃথক ২২ মন্ডপে পূজার আয়োজন করা হয়। এছাড়া মূল মন্ডপে পূজার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, ২২ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের নিজের ডিপার্টমেন্টগুলোর পূজা মন্ডপগুলোকে আকর্ষনীয় ভাবে সাজিয়ে তোলে।
শিক্ষার্থীরা জানান, এই আয়োজন সত্যিই দরকার ছিলো ব্রজমোহন কলেজে। এই কলেজের ঐতিহ্যকে আরো শক্ত রাখতে বিদ্যার দেবীর আরধনা এভাবে যদি প্রতিবছর চলমান রাখা যায় তাহলে বেশ ভালো হয়। আমরাও উৎসুক বিষয়টিতে। কলেজের সরস্বতীয় পূজাতে এক সাথে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা জমায়েত হয়। পাশাপাশি আমাদের উৎসবে সামিল হতে ভুল করেনি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ কুসুম দাস জানান, গতবছর থেকে এই ভাবে পূজা চালু করা হয় বিএম কলেজে। গতবার ১৩ ডিপার্টমেন্ট সরস্বতী পূজা করা হয় আর এবার ২২ মন্ডপে। কলেজের মূল পূজা সহ মোট ২৩ মন্ডপে বিদ্যার দেবীর পূজা অর্চনা করা হয়। যার আয়োজনে ছিলো ২২ ডিপার্টমেন্ট। পূজা উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় কলেজে। এছাড়াও বেশ উৎসাহের সাথেই শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণ এবং তারা অংশগ্রহণ করে আরো পূজা আকর্ষনীয় করে তোলে।