বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন অনুষ্ঠিত

ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পৌণে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ফেডারেশন।

বঙ্গবন্ধুর স্মৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়। সকাল ৯ টায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ৯.৩০ মিনিটে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করে অধিবেশনের ২য় পর্ব শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রেজিস্টার ( অতিরিক্ত দায়িক্ত) প্রফেসর ড. মু্হসিন উদ্দীন, রাহাত হোসাইন ফয়সাল, ড. হাফিজ আশরাফুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড ১৭-২০) সভাপতি মো: হাসানুজ্জামান।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। তারা নিজেদের অধিকার ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন আয়োজন করায় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেন।

সম্মেলনে ববি উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ইউজিসি থেকে সম্বনিত প্রজ্ঞাপন দিলে আপনাদের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলকর। মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার আয়োজনের আহবান জানান।”
সম্মেলনে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD