বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু অবাধ ও নকলমুক্ত করতে বাকেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি টিভি বসানো হয়েছে। এদিকে উপজেলায় প্রথমবারের মতো নেয়া উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের লোকজন স্বাগত জানিয়েছেন।
বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , জে এস ইউ মডেল হাইস্কুল, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়েসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকেদের সমন্বিত উদ্যোগ এটি।
শিক্ষকরা বলেছেন, এই প্রক্রিয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া যাবে। এবং পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশ পরীক্ষা নিয়ন্ত্রকদের নজরে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবি রায় বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে অবাধ ও নকলমুক্ত পরিবেশ তৈরি করতে কেন্দ্রগুলোকে সিসি টিভির আওতায় আনা হয়েছে।
এদিকে শুধু বাকেরগঞ্জ নয়, বরিশাল সদর উপজেলার কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।