বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের কতিপয় শিক্ষার্থী কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আয়োজন করা হয়। সভায় বক্তারা হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবী জানান। এসময় যথাযথ পদক্ষেপ নেবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের সিয়াম জামান, হিসাববিজ্ঞান বিভাগের রাকিব হাওলাদার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস প্রমুখ। সভা শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।