বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
দিন দিন বরিশালের থানাগুলোতে ক্রমশ বাড়ছে অপরাধ প্রবণতা। ২০১৮ সালে সংঘটিত হত্যাকান্ডের তুলনায় ২০১৯ সালে ৫টি হত্যাকান্ড বেশি হয়েছে। ২০১৮ সালে খুনের সংখ্যা ছিল ৫০। ২০১৯ সালে তা বেরে দাঁড়িয়েছে ৫৫। ২০১৯ সালে মোট সংঘটিত অপরাধ ৪১৭২ টি। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান থেকে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারী মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৪টি খুনের ঘটনা ঘটে, ১৪টি চুরি ও সিধেল চুরি সংঘটিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ২২টি মামলা দায়ের করা হয়, ৮ জন শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়, এছাড়া ১৫০ মাদক মামলাসহ মোট ৩১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।
ফেব্রুয়ারি মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৮টি খুনের ঘটনা ঘটে, ১৩টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৩৬ মাদক মামলাসহ মোট ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
মার্চ মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৩টি খুনের ঘটনা ঘটে, ১২টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৫২ মাদক মামলাসহ মোট ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৪টি খুনের ঘটনা ঘটে, ১৫টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়, ১৬২ মাদক মামলাসহ মোট ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।
মে মাসে ১টি খুনের ঘটনা ঘটে, ১৬টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৫২টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৭৩ মাদক মামলাসহ মোট ৩৭১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
জুন মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এলাকায় ৭টি খুনের ঘটনা ঘটে, ১৩টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৫৪টি মামলা দায়ের করা হয়, ৪ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৫৭ মাদক মামলাসহ মোট ৩৮১টি অপরাধ সংঘঠিত হয়েছে।
জুলাই মাসে ৫টি খুনের ঘটনা ঘটে, ১৮টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়, ৪ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৯১ মাদক মামলাসহ মোট ৩৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
আগস্ট মাসে ৫টি খুনের ঘটনা ঘটে, ২২টি চুরি ও সিধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়, ১ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ২০১ মাদক মামলাসহ মোট ৪০৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।
সেপ্টেম্বর মাসে ৫টি খুনের ঘটনা, ২৭টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩৩টি মামলা, ২ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা, ১৯৩ মাদক মামলাসহ মোট ৩৯৫টি অপরাধ সংঘঠিত হয়েছে।
অক্টোবর মাসে ৪টি খুনের ঘটনা ঘটে, ২৮টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৩২টি মামলা দায়ের করা হয়, ২ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৬৮ মাদক মামলাসহ মোট ৩৫৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।
নভেম্বর মাসে ৪টি খুনের ঘটনা ঘটে, ১৮টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়, ৪ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়, ১৪১ মাদক মামলাসহ মোট ৩২৭টি অপরাধ সংঘঠিত হয়েছে।
ডিসেম্বর মাসে ৫টি খুনের ঘটনা ঘটে, ১২টি চুরি ও সিধেল চুরি সংঘঠিত হয়, নারী নির্যাতনের অভিযোগে ২৪টি মামলা, ৪ জন শিশু নির্যাতনের ঘটনায় মামলা, ১৪৪ মাদক মামলাসহ মোট ৩০৬টি অপরাধ সংঘঠিত হয়েছে।