শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
আগামী ১১ জানুয়ারি ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ২৪০ জন শিশুকে নীল রংয়ের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৬ হাজার ৮৪৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৮২২টি কেন্দ্রে এক হাজার ২৭৮ জন স্বেচ্ছাসেবক এ দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন চিকিৎসক শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় চিকিৎসক শাকিল খান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাসসহ ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।