বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
বরিশাল ৬ টি আসনের ৫ প্রার্থী স্ব-শিক্ষিত

বরিশাল ৬ টি আসনের ৫ প্রার্থী স্ব-শিক্ষিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ টি আসনে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে ১৬ টি দলের ৪৩ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। যদিও সতন্ত্র প্রার্থীর বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামীলীগের ব্যানারে। তবে প্রতিটি আসনে বিএনপির ২ জন করে মনোনয়ন দাখিল করায় সর্বোচ্চ ১২ জন প্রার্থীই এ দল থেকে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে হলফনামায় মোট ৫ জন নিজেদেরকে উল্লেখ করেছেন স্ব-শিক্ষিত হিসেবে। এছাড়া ২ জন এসএসসি পাশ এবং ৩ জনের লেখাপড়া থেমেছে এইসএসসি পাশের পর। বাকিদের মধ্যে ৪ জন প্রকৌশলী, ৫ জন এলএলবি, ৭ জন গ্রাজুয়েট ও বাকীরা স্নাতকোত্তর। আর মোট প্রার্থীর মধ্যে ৬ জন পড়াশোনা করেছেন মাদ্রাসা শিক্ষায়। বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী আবদুস সোবাহান বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) ও একই দলের অপর প্রার্থী জহির উদ্দিন স্বপন এম.এস.এস পাশ, আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও জাকের পার্টির মোঃ বাদশা মিয়া স্ব-শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রাসেল সরদার এইচএসসি পাশ। বরিশাল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী শাহে আলম এমএসসি পাশ, বিএনপির সৈয়দ শহিদুল হক জামাল স্ব-শিক্ষিত ও একই দলের অপর প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ এসএসসি পাশ, জাতীয় পার্টির মোঃ মাসুদ পারভেজ এমএ পাশ, এনপিপির সাহেব আলী স্ব-শিক্ষিত, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জহরুল ইসলাম এসএসসি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন কামিল (মাষ্টার্স) পাশ। এদিকে এই আসনে ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এ কে ফাইয়াজুল হকব্যাচেলর অব আর্টস (বিএ) পাশ, এম মোয়াজ্জেম হোসেন এমবিএ পাশ, মোঃ শাহ আলম মিঞা বিএ পাশ, মোঃ আনিচুজ্জামান ও সৈয়দা রুবিনা আক্তার এলএলবি পাশ। বরিশাল-৩ আসনে বিএনপির সেলিমা রহমান সমাজবিজ্ঞানে এমএসএস ও একই দলের জয়নুল আবেদীন এমএ পাশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম কামিল পাশ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোঃ নুরুল ইসলাম বিএবিএড পাশ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান এলএলবি পাশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান বিএসসি পাশ, বিকল্পধারা বাংলাদেশের এনায়েত কবির উচ্চ মাধ্যমিক ও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। বরিশাল ৪ আসনে বিএনপির মেজবাউদ্দীন ফরহাদ এমকম ও একই দলের জে এম নুরুর রহমান এলএলবি পাশ, আওয়ামীলীগের পঙ্কজ নাথ বিএসসি অনার্স পাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহাবুবুল আলম মাষ্টার্স পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোঃ নুরুল কারীম দাওরা হাদিস পাশ, বিএনএফ এর এনামুল হক বিএসএস (অনার্স) পাশ, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ দাওরা হাদীস পাশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন স্নাকোত্তর সম্পন্ন করেছেন। বরিশাল-৫ সদর আসনে বিএনপির মজিবর রহমান সরওয়ার এলএলবি ও একই দলের অপর প্রার্থী মোঃ এবায়েদুল হক চাঁন উচ্চ মাধ্যমিক পাশ, আওয়ামীলীগের জাহিদ ফারুক স্নাতক (বিএ),ন্যাশনাল পিপলস পার্টির শামীমা নাসরিন এমএ পাশ, জাতীয় পার্টির এ কে এম মুরতজা আবেদীন এম এ পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম কামিল পাশ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুস ছাত্তার এমএ পাশ। বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা স্ব-শিক্ষিত, জাতীয় পার্টির (জেপি) খন্দকার মাহাতাব উদ্দিন বিএসসি পাশ, বিএনপির আবুল হোসেন খান এমএসএস ইন সোসিওলজি ও একই দলের আবুল হোসেন খান এমএসএস পাশ, গণফোরামের মোঃ ফোরকান আলম খান এমএসসি ইঞ্জিনিয়ার, জাসদের মোঃ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, গনফোরামের হিরণ কুমার দাস এলএলবি পাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নুরুল ইসলাম (আল আমীন) কামিল পাশ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার (ফারুক) এমবিএ পাশ ওস্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম নুরুল ইসলাম স্নাকোত্তর পাশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD