শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
বরিশালের বানারীপাড়ায় ট্রিপল হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ রোববার রাতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: এনায়েত উল্লাহর কাছে এই জবানবন্দি প্রদান করা হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন এই তথ্য। আজ বিকেল ৩টার দিকে মামলার গ্রেপ্তারকৃত দুই আসামী জাকির হোসেন ও জুয়েল হাওলাদারকে বানারীপাড়া থেকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। স্বেচ্ছায় তারা জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর আগে শনিবার দুই আসামীকে সন্দেহজনকভাবে বানারীপাড়া ও বরিশাল থেকে আটক করে পুলিশ ও র্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শুক্রবার রাতে বানারীপাড়ার সলিয়াবাকপুরের আব্দুর রব হাওলাদারের বাড়িতে তিনজনকে হত্যা করা হয়। এরা হলেন প্রবাসীর মা মরিয়ম, মরিয়মের বোনের ছেলে ইউসুফ এবং বোন জামাই শফিকুল আলম।
আরও পড়ুন: **বানারীপাড়ার ট্রিপল মার্ডার মামলার আলামত উদ্ধার।