মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার হাবিব, জিলানী, মনির হোসেন, ইব্রাহিম খলিল, ওলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন, আলমগীর, জাহাঙ্গীর, বাদশা পাইক, সোহেল, বাদল মৃধা, মঙ্গল হোসেন, রুবেল, হাসিনা বেগম ও রহিমা।
জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার কয়েকটি ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ বিশেষ অভিযানে দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।