শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দু’জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এসময় চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এতথ্য জানান।
তবে,গনমাধ্যমের দেওয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তিন জেলায় ঘর ও গাছচাপা পড়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুইজন, পটুয়াখালী ও বরগুনায় একজন করে।
নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০), খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২), খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও সদর উপজেলার বানাই গ্রামের হালিমা খাতুন (৬৬)।
রোববার (১০ নভেম্বর) ভোররাত ও সকালে ঝড়ের সময় এসব হতাহতের ঘটে। শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত থেকে এসব জেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।
বিস্তারিত আসছে…