শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
বরগুনা পৌরসভার সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারির পাউরুটি খেয়ে শামছুল হক শিশু সদন হিফজুল কোরআন ও নূরানি ক্যাডেট মাদ্রাসার ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তারা ওই পাউরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া জানান, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়। যে কয়জন শিক্ষার্থী ওই পাউরুটি খেয়েছে শুধু তারাই অসুস্থ হয়েছে।
তিনি আরও জানান, ওই পাউরুটির প্যাকেটের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না। এতে ধারণা করা হচ্ছে পাউরুটিগুলো কয়েকদিন আগের ছিল।
তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পেটে ব্যথা শুরু হয়। এরপর শিক্ষকরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।
বরগুনা জেনারেল হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসক সিদ্ধার্থ বড়াল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
খবর পেয়ে অভিযুক্ত কনফেশনারিতে বরগুনা থানা পুলিশ অভিযান চালানোর আগেই প্রতিষ্ঠান মালিক পালিয়ে যায়।