শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: “আপনাদের ভোটে নির্বাচিত হবার পর থেকেই জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহীতে শিক্ষা ব্যবস্থা সহ রাজশাহী শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন জননেতা ফজলে হোসেন বাদশা। তিনি ইতিমধ্যে ৩১টি স্কুল-কলেজ ও মাদ্রাসার একাডেমিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, আরো নির্মাণ কাজ চলমান ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের। শুধু তাই নয়- আর অক্লান্ত পরিশ্রমে ৪টি স্কুল কলেজ সরকারিকরণ হয়েছে, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। এর বাইরেও ২২টি কলেজের উন্নয়নে সহায়তা প্রদান করেন জননেতা বাদশা। ”
আজ (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে উপশহর নিউমার্কেট সংলগ্ন শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স রাজশাহী-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সদস্য নাজমুল করিম অপুর সভাপতিত্বে এবং বাংলাদেশ যুব মৈত্রী রাজশাহী মহানগর সভাপতি মনিরুজ্জামান মনিরের সঞ্চালণায় উক্ত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. ফেরদৌস জামিল টুটুল, নগর কমিটির সদস্য আব্দুল মতিন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, নারী মুক্তি সংসদ চায়না বেগম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাবেক মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, বোয়ালিয়া থানা ওয়ার্কান পার্টির সম্পাদক সিতানাথ বণিক, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা বিসু শেখ।