শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
মোঃনাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি, পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে চলতি মৌসুমে তরমুজ, গোল আলু, মিষ্টি আলু, শসা ও খিরা চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।
উর্বর জমি ও অনুকূল আবহাওয়ায় এ বছর এ ইউনিয়নে ব্যাপক পরিসরে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে।
গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, চলতি মৌসুমে গোলখালী ইউনিয়নে প্রায় ৩৯০ হেক্টর জমিতে তরমুজসহ বিভিন্ন সবজি ও ফসল উৎপাদন হয়েছে।
এতে কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। গোলখালী ইউনিয়নের মডেল চাষি মোঃ আব্দুস সত্তার জানান, তিনি প্রায় সাড়ে তিন কানি জমিতে শসা, খিরা ও তরমুজ চাষ করেছেন।
তিনি বলেন, “শসা, খিরা ও তরমুজ চাষ করে আমি স্বাবলম্বী হতে পেরেছি। তবে যদি সরকারি কোনো সহায়তা পেতাম, তাহলে আরও বেশি জমিতে চাষ করে ভালো ফলন অর্জন করা সম্ভব হতো।”
চরসুহরী গ্রামের কৃষক মোঃ রফিক মৃধা বলেন, তাদের গ্রামের অধিকাংশ কৃষকই শসা, খিরা ও হাইব্রিড জাতের কাঁচা মরিচ চাষ করেন। তিনি আরও বলেন, “আমরা গরিব কৃষক।
যদি সরকারি সার ও কৃষি ওষুধ সহায়তা পেতাম, তাহলে কৃষিকাজে আরও লাভবান হতে পারতাম।”
স্থানীয় কৃষকদের মতে, কৃষি উপকরণে সহজলভ্যতা, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বাড়ানো হলে গোলখালী ইউনিয়ন তরমুজ ও সবজি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।