শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করে দাদি খালেদা জিয়াকে স্মরণ করেছেন তার নাতনি জাইমা রহমান।
কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে জাইমা এবং তার দাদি একে অপরের সঙ্গে মুখোমুখি বসে আছেন।
জাইমা রহমান এই পোস্টটি ফেসবুকে করেছিলেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। এটি দাদির মৃত্যুর পর তার স্মৃতিতে করা প্রথম পোস্ট।
এর আগে, গত ২৩ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার আগে জাইমা তার দাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছিলেন।
গত বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন।
জাইমা যে ছবিটি শেয়ার করেছেন, তা ধারণা করা হচ্ছে এই সময়ের পরবর্তী কোনো মুহূর্তের।
পোস্টটির কমেন্টবক্সে নেটিজেনরা ছবি ও স্মৃতিকে ঘিরে হাজারও মন্তব্য করেছেন। তারা দাদির জন্য দোয়া করছেন এবং জাইমাকে শোক কাটিয়ে ওঠার সাহস যোগাচ্ছেন।