শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক বিদ্যালয় ও ১’শত ১২টি মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮’শত টি নতুন বই বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার(০১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে এই বই বিতরন কার্যক্রম শুরু করা হয়।
প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে অনেকটা উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
খেপুপাড়া মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইয়াস আহসান বলেন, বড় ক্লাসে নতুন বই পেয়েছি অনেক আনন্দ হচ্ছে।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, আজ বছরের প্রথম দিন নতুন বই নিয়ে এসেছি।
বন্ধুদের সাথে বই উৎসব আনন্দ উপভোগ করেছি। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে পারায় আমরা আনন্দিত।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে ৯০ শতাংশ বই ইতিমধ্যে বিদ্যালয় গুলোতে পৌঁছানো হয়েছে।
আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সকল বই বিদ্যালয়গুলোতে পৌঁছাতে পারবো।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া