বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মরহুমের ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন আ:লী: সাধারন সম্পাদক মোঃ বসির খান বলেন, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ মাগরিব নামাজ শেষে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে দিতীয় জানাজার নামাজ শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হবে।
গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে কলাপাড়া থানার পুলিশ গ্রেফতার করে।
এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া