সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীতে রিকশা শ্রমিকদের সম্পৃক্ত করে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণার আয়োজন করেছেন আবু নাসের রহমাতুল্লাহ।
৯ই নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণায় অংশ নেন অসংখ্য রিকশা শ্রমিক এবং স্থানীয় সাধারণ মানুষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ রিকশাচালকদের হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষের ব্যানার, ফেস্টুন,স্টিকার, টি শার্ট ও অন্যান্য প্রচার সামগ্রী তুলে দেন।
পরে রিকশা শ্রমিকদের নিয়ে নগরীর বেলস পার্ক থেকে আমতলার মোড়,সিএন্ডবি রোড,চৌমাথাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন যার সমাপ্তি হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ।
প্রচারণা চলাকালে আবু নাসের রহমাতুল্লাহ জানান, রিকশা শ্রমিকরা শহরের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন।
তারা প্রতিদিন অসংখ্য যাত্রী বহন করেন, ফলে তাদের মাধ্যমে দ্রুত ও সহজে নির্বাচনী বার্তা ছড়িয়ে যায়।
তিনি বলেন, “মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি।
শ্রমজীবী মানুষের ভোটই পরিবর্তনের প্রধান শক্তি।” রিকশা শ্রমিকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা যদি কোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন সেটাই তাদের জন্য বড় ব্যাপার।
ব্যতিক্রমী এই প্রচারণা নগরবাসীর মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। পথচারী ও যাত্রীরাও রিকশাগুলোর নির্বাচনী সজ্জা দেখে প্রচারণায় আকর্ষিত হয়েছে।