বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম
সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ

সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ

Sharing is caring!

বরগুনা নিজস্ব প্রতিবেদকঃ
বেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনার আইনজীবী নেতারা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে বরগুনা জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

আইনজীবী নেতারা বলেন, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি ওই সভায় বলেন, ওকালতি যারা করে তারা কিন্তু টাউট-বাটপার।

বক্তারা বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো আইন অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মর্যাদা ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ফরহাদের এ বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে দেশজুড়ে আইনজীবীরা তার এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বক্তারা অবিলম্বে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চাইতে আহ্বান জানান।

পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। সংবাদ সম্মেলনে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমিন, সদস্য-সচিব মনোয়ারা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবর রহমান, সদস্য-সচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD