শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে ঐ কর্মসূচি পালিত হয়। র্যালিটির নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
জানা গেছে, বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের সমর্থক নেতা কর্মীরা।
সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে তার স্ত্রী সালমা আলম লিলির নেতৃত্বে একটি র্যালিটি বের হয়।
এছাড়া বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি