বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধি:
ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও জনগণের স্বার্থ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা জোরদার করার লক্ষ্যে বরিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এই সভার আয়োজন করে ক্যাব এবং সার্বিক সহযোগিতা প্রদান করে বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়,বরিশাল এর উপপরিচালক অপূর্ব অধিকারী।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন রণজিৎ দত্ত সাধারণ সম্পাদক, ক্যাব বরিশাল জেলা কমিটি। সভায় বক্তারা বলেন, ভোক্তাদের সচেতনতা বাড়াতে এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোধে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে অতিথিরা ভোক্তা অধিকার বিষয়ক নানা দিক তুলে ধরেন এবং সমাজে ন্যায়ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।