বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে (দুইদিন ব্যাপী) উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে বুধবার(৬ আগস্ট) সকাল ১০ টায় আভাস প্রশিক্ষণ কেন্দ্র আপন ভুবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
যা ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মো: এনামুল হক, মনিটরিং অফিসার নাসিরন খানম, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অডিনেটর মোঃ ইউনুছ, স্ট্রীট চাইল্ড এর ক্রিমিন্ট্রিনা হিয়া বাড়ৈ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবসার পরিকল্পনা, ব্যবসার ঝুঁকি নির্ধারণ এবং তা কমানোর উপায়, বাজার ও গ্রাহক চাহিদা বিষয়ে ধারনা দেয়া হয়।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া