শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
বরিশাল-বরগুনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাকেরগঞ্জ-নিয়ামতি সড়কের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানান, শুরু থেকেই চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। দুর্ঘটনাস্থলে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহি বাসটি বরিশাল-বরগুনা রুটে চলাচল করে। বাসটি বরিশাল থেকে সুবিদখালী যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে ১৫ জনের মতো যাত্রী আহত হয়। তবে কেউ নিহত হননি।