সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল মাতুব্বর পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন ডেভিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মাঈনুল সিকদার ডিবির হাতে গ্রেফতার শহীদ বাবা’র পাশেই  চির নিদ্রায় শায়িত  হলেন শিক্ষার্থী লামিয়া জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু কুয়াকাটায় উপকূলীয় সাংবাদিকতা ও আমাদের করনীয় বিষয়ক সেমিনার দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রেজিস্ট্রার মনিরুল ইসলামের কক্ষসহ তার দপ্তরের আওতাধীন সব কক্ষে তালা দিয়েছে কলাপাড়ায় জলবায়ু নীতিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হিজলায় আওয়ামিলীগ কে পুনর্বাসনে ব্যস্ত জামায়াত ইসলামী পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত পটুয়াখালীতে ক্রেডিট ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া ও কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ, শাস্তি ও দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া ও মহিপুরের সর্বস্তরের জনগণ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম অন্তর ও মোঃ বনি আমিন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এদিকে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর পক্ষে পোস্ট করেছেন উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা। সেই সাথে নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীদের।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও রবিউল ইসলাম কলাপাড়ায় যোগদানের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মহিবের সুপারিশে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন।

তারা দাবি করেন, রবিউল ইসলাম স্থানীয় আওয়ামীলীগ’র ঘনিষ্ঠ একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি স্বজনপ্রীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অতিরিক্তভাবে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে পুনরায় আওয়ামী লীগকে শক্তিশালী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এ সময় বক্তারা ইউএনও মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও তার অপসারণের দাবি জানান।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষে পোস্ট করেছেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের অনেকে।

কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন, ধারাভাষ্যকার রাশেদ মোশাররফ কল্লোল, ইভান মাতুব্বর, সঙ্গীত শিল্পী জয়, জানিব, শামিম ব্যাপারীসহ আওয়ামী লীগ এবং ছাত্রদল নেতারাও এর বিপক্ষে তীব্র প্রতিবাদ প্রকাশ করেন।

এমনকি ২৫ জুলাই এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয় ফেসবুক মাধ্যমে। তাদের পোস্টে লেখা হয় বিক্ষোভকারীরা সুবিধা নিতে না পেরে অন্য কারো প্ররোচনায় এই কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অনেকে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ছুটিতে থাকায় মুঠোফোনে ক্ষুদে বার্তাসহ কল করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী

২৪/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD