বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) বরিশালস্হ এবং সংশ্লিষ্ট মালিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটে নগরীর সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে শ্রম সংস্কার কমিশনের উদ্যাগে এই আয়োজন করা হয়।এতে বরিশালের নারী উদ্দ্যোগতা,ফ্রিল্যান্সার,পরিবহন সমিতি,মৎস্য অবতরণ কেন্দ্র,বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দেবে এখাত সংশ্লিষ্টদের সুপারিশের ওপর ভিত্তি করে।
কোথায় কাঠামোগত পরিবর্তন আনা দরকার, কোন প্রক্রিয়ায় সংস্কার হওয়া দরকার এবং কোন নীতিমালারভিত্তিতে পরিবর্তন করতে হবে সে বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা এই শ্রম সংস্কার কমিশনের কাজ। শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হলে আইন-কানুনের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হওয়া দরকার।
তখনই অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা যাবে যখন একটি গতিশীল অর্থনীতি নিশ্চিত হবে। সেই গতিশীল অর্থনৈতিক কর্মকান্ডে ন্যায্যভাবে সবাই যেন অংশ নিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
মতবিনিময় সভায় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসি হাজং, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর শিক্ষক প্রফেসর ড. জাকির হোসেন, শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম বক্তব্য রাখেন।
শ্রম সংস্কারে কমিশন প্রত্যেকের সাথে খোলামেলা আলোচনা করেন।
এতে কমিশনের সংস্কার সুপারিশ প্রণয়নের বিবেচ্য বিষয়, সংস্কার নীতি মালা ও বৈষম্য বিরোধ নিয়ে সবাইকে অবহিত করে।সবার নিকট থেকে শ্রম ও শ্রমিককের মাঝে সমস্যা নিরুপন করে তার সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন।