বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায়: সেলিমা

জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায়: সেলিমা

Sharing is caring!

সরকারের সমালোচনা করে বিএন‌পির স্থা‌য়ী কমি‌টির সদস্য সে‌লিমা রহমান বলেছেন, আমরা জা‌নি জনগণ এ সরকার চায় না। জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায় থাকতে চায়।

শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ছাত্র মিশনের জাতীয় কাউ‌ন্সিলে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সব অর্জনের কাণ্ডারি ছাত্রসমাজ। একটা জা‌তিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। এ কারণে জা‌তিকে ধ্বংস করতে ছাত্রদের ক্ষ‌তি করছে এ সরকার। নয়ন‌ বন্ডরা এক‌দিনে ‘০০৭’ তৈ‌রি করে‌নি। নয়ন বন্ডও এক‌দিনে তৈ‌রি হয়নি। তাকে তৈ‌রি করেছে রাজনৈতিক প্রভাবশালী‌রা।

বিএনপির এ নেত্রী আরও বলেন, দুর্নী‌তি দেশের সব ক্ষেত্রে ছড়িয়ে গেছে। কেউ যখনই দুর্নী‌তিবাজ সরকারের বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে ধরে ফেলা হয়। বিচারের নামে শেষ করে ফেলা হয়।

সেলিমা রহমান বলেন, দেশে সুবিচার নেই। গণতন্ত্র নেই। আজকে দেশে গণতা‌ন্ত্রিক আলোচনা করতে দেওয়া হয় না। আমরা জা‌নি জনগণ এ সরকার চায় না। জনগণের বুকে পা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায়।

গ্যাসের দাম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সে‌লিমা রহমান বলেন, জনগণের পকেট কেটে উন্নয়নের নামে ক‌রের বোঝা চাপা‌নো হ‌য়ে‌ছে। গ্যা‌সের দাম বা‌ড়া‌নো হ‌য়ে‌ছে। আর প্রধানমন্ত্রী বল‌ছেন, উন্নয়ন কর‌তে হ‌লে গ্যা‌সের দাম মে‌নে নিন। আমরা অবকাঠা‌মোগত উন্নয়ন চাই। কিন্তু মানুষ‌কে জি‌ম্মি ক‌রে উন্নয়ন চাই না। আ‌গে মৌ‌লিক অ‌ধিকা‌রের উন্নয়ন করুন।

সেলিমা রহমান আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য (বিএনপি প্রধান) খা‌লেদা জিয়া‌কে মিথ্যা মামলায় অ‌ভিযুক্ত ক‌রা হ‌য়ে‌ছে। শাসক‌গোষ্ঠী জিয়া প‌রিবার‌কে ভয় পায়। তা‌রেক রহমান‌কে মিথ্যা মামলা দি‌য়ে দে‌শে আস‌তে দিচ্ছে না। তারা ওঁৎ পে‌তে ব‌সে আ‌ছে কীভা‌বে তা‌কে শেষ করা যায়।

কাউ‌ন্সিলে উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান। কাউ‌ন্সি‌লে সভাপতিত্ব করেন বাংলা‌দেশ ছাত্র মিশ‌নের সভাপ‌তি সৈয়দ মো. মিলন এবং সঞ্চালনা ক‌রেন সদস্য স‌চিব শ‌রিফুল ইসলা‌ম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD